নিউরোবেস্ট কিসের ঔষধ, এর কাজ কি ও খাওয়ার নিয়ম সম্পর্কে জানুন।
নিউরোবেস্ট কিসের ঔষধ, এর কাজ কি ও খাওয়ার নিয়ম সম্পর্কে আজকের আর্টিকেলে আলোচনা করা হবে। আপনারা হয়তো এই বিষয়টি সম্পর্কে অন্যান্য জায়গায় খুঁজে দেখেছেন। কিন্তু নিউরোবেস্ট ঔষধটি সম্পর্কে সঠিক তথ্য পাচ্ছেন না।
তাহলে চিন্তার কোন কারণ নেই আজকের আর্টিকেলে আমরা উক্ত বিষয় সহ নিউরোবেস্ট ওষুধটির দাম কত, পার্শ্ব প্রতিক্রিয়া, উপকারিতা এবং সেবনে সতর্কতা সম্পর্কেও আলোচনা করব। এজন্য মনোযোগ সহকারে আর্টিকেলটি পড়ার চেষ্টা করুন।
নিউরোবেস্ট এর দাম কত
নিউরোবেস্ট এর দাম কত? এই বিষয়টি সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন। তাহলে চলুন এবার এই ঔষধটির সঠিক মূল্য সম্পর্কে জেনে নেওয়া যাক।
- প্রতিটি ঔষধের মূল্য: ১০ টাকা
- প্রতিটি পাতার মূল্য (প্রতিটি পাতায় দশটি করে ঔষধ রয়েছে): ১০০ টাকা
- প্রতিটি বক্সের মূল্য: ৬০০ টাকা
নিউরোবেস্ট কিসের ঔষধ
নিউরোবেস্ট ঔষধটি রেনেটা লিমিটেড দ্বারা তৈরিকৃত একটি ঔষধ যার প্রধান উপাদান হলো ভিটামিন বি১, বি৬, বি১২। এই ঔষধটি সাধারণত ভিটামিন বি১, বি৬, বি১২ এর ঘাটতি পূরণ করতে সহযোগিতা করে। এছাড়াও এই ঔষধটি নিম্নলিখিত উপসর্গের জন্য নির্দেশিত:
- এই ঔষধটি স্নায়বিক দুর্বলতা বা নিউরোপ্যাথি রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে।
- এটি কাঁধ ও হাতের দীর্ঘমেয়াদি নিউরোপ্যাথি রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়।
- এটি ডায়াবেটিস নিউরোপ্যাথি রোগের চিকিৎসায়ও ব্যবহৃত হয়ে থাকে।
- এছাড়াও নিউরাইটিস, নিউরালজিয়া, সারভিইক্যাল সিন্ড্রোম, লাম্বাগো, সায়াটিকা, মায়ালজিয়া, ইন্টারকোস্টাল নিউরালজিয়া, হার্পিস জোস্টার, ট্রাইজেমিনাল নিউরালজিয়া, মুখপেশীর অবশতা ইত্যাদি রোগের চিকিৎসায়ও ব্যবহৃত হয়ে থাকে।
- এটি আমাদের শরীরে যেকোনো ধরনের ব্যথা ও জ্বালাপোড়া অনুভূতি কমাতেও সহযোগিতা করে।
নিউরোবেস্ট এর কাজ কি
নিউরোবেস্ট ঔষধটির মূল উপাদান হলো ভিটামিন বি১, বি৬, বি১২। এর মধ্যে থাকা ভিটামিন বি১ শর্করা, ফ্যাটি অ্যাসিড, এবং অ্যামাইনো এসিডকে শক্তিতে রূপান্তর করে স্নায়ুর স্বাভাবিক কার্যকারিতা বজায় রাখে ও মন ভালো রাখে এবং হৃদপিণ্ডকে শক্তিশালী করে।
এর মধ্যে রয়েছে ভিটামিন বি৬ যা লোহিত রক্ত কণিকা, প্রোটিন নিউরোট্রান্সমিটার যেমন সেরোটোনিন, ডোপামিন তৈরিতে সহায়তা করে। সেই সাথে আমাদের শরীরে জমাকৃত শক্তি মুক্ত করে হৃদরোগ স্ট্রোক, অবসাদ এবং অনিদ্রা দূর করতে সাহায্য করে।
এর মধ্যে থাকা ভিটামিন বি১২ ডিএনএ সংশ্লেষণ এবং রক্তকণিকা উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যার ফলে এটি আমাদের শরীরে রক্তশূন্যতা, অবসাদ, স্নায়ুর ব্যথা, অসারতা, রক্ত জমাট বাঁধা সমস্যা এবং হৃদরোগজনিত ঝুঁকি কমায়।
নিউরোবেস্ট খাওয়ার নিয়ম
নিউরোবেস্ট ঔষধটি খাওয়ার নিয়ম সম্পর্কে আমাদের অনেকেরই অজানা। তাহলে আজকের এই আর্টিকেলটি তাদের জন্য যাদের নিউরোবেস্ট ওষুধটি খাওয়ার সম্পর্কে জানা নাই। তাহলে চলুন এবার এই সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
- এই ওষুধটি দিনে ১-৩ টি করে ট্যাবলেট রোগীর সমস্যা অনুযায়ী অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে।
- তীব্র রোগের জন্য প্রতি দিন একটি করে ইনজেকশন করতে হবে যতক্ষণ পর্যন্ত উপসর্গ সমূহ প্রশমিত না হয়।
- স্বাভাবিক রোগের জন্য প্রতি সপ্তাহে ২-৩ বার একটি করে ইনজেকশন করতে হবে।
- শিশুদের ব্যবহারের ক্ষেত্রে এই ঔষধের কোন ধরনের তথ্য এখনও পাওয়া যায়নি। তাই শিশুদের ওপর ওষুধটি ব্যবহার না করাই উচিত।
নিউরোবেস্ট ট্যাবলেট এর পার্শ্বপ্রতিক্রিয়া
নিউরোবেস্ট ওষুধটি সেবন করার ফলে এটি আমাদের নানান ধরনের রোগ থেকে বাঁচতে সাহায্য করে থাকে। তবে এই ওষুধটি সেবন করার ফলে আমাদের তেমন কোন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় না। তবে কিছু কিছু ক্ষেত্রে বা কিছু কিছু মানুষের এই ওষুধটি সেবন করার ফলে অ্যালার্জির প্রতিক্রিয়া দেখা দিতে পারে।
নিউরোবেস্ট ট্যাবলেট এর উপকারিতা
নিউরোবেস্ট ট্যাবলেট টি রেনেটা লিমিটেড কর্তৃকৃত একটি ঔষধ যার মধ্যে রয়েছে ভিটামিন বি১ ১০০ মি.গ্রা, বি৬ ২০০ মি.গ্রা. এবং বি১২ ২০০ মাইক্রোগ্রাম। এই ট্যাবলেটটি মূলত স্নায়বিক স্বাস্থ্য রক্ষা করে এবং ভিটামিন বি এর ঘাটতি পূরণ করতে সহযোগিতা করে।
তবে এ সকল কাজ ছাড়াও এই ওষুধটি গ্রহণ করার ফলে আরও নানান ধরনের উপকারিতা পাওয়া যাবে। তাহলে চলুন এইবার নিউরোবেস্ট ট্যাবলেট এর উপকারিতা সম্পর্কে জেনে নেওয়া যাক। নিচে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হলোঃ
- এই ওষুধটি সেগুনের ফলে এটি আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধি করবে এবং কাজের প্রতি মনোযোগ ও প্রকাশ বাড়াতে সহযোগিতা করবে।
- এটি আমাদের স্নায়বিক ব্যথা ও অবশতা দূর করতে সহযোগিতা করবে।
- মধ্য রয়েছে ভিটামিন বি১২ যা রক্ত কণিকা উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর ফলে এটি আমাদের রক্তস্বল্পতা প্রতিরোধেও সহযোগিতা করে।
- নিউরোবেস্ট ট্যাবলেটটি গ্রহণ করার ফলে এটি আমাদের শারীরিক দুর্বলতা দূর করতে সহযোগিতা করবে।
- নিউরোবেস্ট ট্যাবলেট টি সেবন করলে এটি আমাদের ব্রেনের অক্সিজেন সরবরাহ করতে সহযোগিতা করে।
- নিউরোবেস্ট ট্যাবলেট টি গ্রহণ করার ফলে এটি আমাদের অনিদ্রাজনিত সমস্যা দূর করতে সহযোগিতা করে।
- এই ট্যাবলেটটি গ্রহণ করার ফলে এটি আমাদের অতিরিক্ত মানসিক চাপ দূর করতেও সহযোগিতা করে।
নিউরোবেস্ট ট্যাবলেট সেবনে সতর্কতা
প্রত্যেকটি ঔষধ সেবনের পূর্বে সেই ওষুধটির সর্তকতা সম্পর্কে আমাদের সকলেরই জেনে থাকা অত্যন্ত জরুরি। কেননা অসতর্কতার সাথে ওষুধ সেবন করলে তা আমাদের উপকারের চাইতে ক্ষতি বেশি করতে পারে। নিউরোবেস্ট ট্যাবলেট টি সেবনেও বেশ কিছু সতর্কতা রয়েছে।
যেগুলো সম্পর্কে হয়তো আপনাদের অনেকেরই জানা নেই। তাহলে চলুন এইবার জেনে নেওয়া যাক নিউরোবেস্ট ট্যাবলেট সেবনে সতর্কতা সম্পর্কে। নিচে এই বিষয়ে বিস্তারিত তুলে ধরা হলোঃ
- যে সকল রোগীদের ভিটামিন বি এর প্রতি সংবেদনশীল রয়েছে তাদের এই ঔষধটি ব্যবহারে সর্তকতা অবলম্বন করতে হবে।
- স্পাইনাল কর্ডের ক্ষয় আছে এমন ধরনের রোগীদের ক্ষেত্রে এই ঔষধটি সেবন করা বা ব্যবহার করা উচিত নয়।
- যাদের কিডনি বালিভারের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে এই ওষুধটি সেবনে বিশেষ সতর্কতা অবলম্বন করা দরকার।
- এছাড়াও যদি কারো আগে থেকেই ভিটামিন বি সেবনে এলার্জি পার্শ্ব প্রতিক্রিয়া থেকে থাকে তাহলে তাদের এই ঔষধটি এড়িয়ে চলা উচিত।
লেখকের মন্তব্য
প্রিয় পাঠক, আশা করি আজকের আর্টিকেলটি পড়ার মাধ্যমে আপনারা নিউরোবেস্ট কিসের ঔষধ, এর কাজ কি ও খাওয়ার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে এবং বুঝতে পেরেছেন। এছাড়াও আমরা আজকের এই আটকেলে নিউরোবেস্ট ঔষধটি সম্পর্কে আরো বিভিন্ন বিষয় তুলে ধরেছি। যেগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।
এই ধরনের আরো নিত্য নতুন আর্টিকেল পড়ার জন্য আমার এই ওয়েবসাইটটি নিয়মিত ফলো করুন। কারণ আমরা এখানে প্রতিনিয়ত নতুন নতুন বাংলা আর্টিকেল লিখে পাবলিশ করে থাকি। এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url